আজকের গোপালগঞ্জ রিপোর্টঃ গোপাগঞ্জের কোটালীপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে মো: রিয়াজুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ রোববার সকাল ৭টায় মো: রিয়াজুল ইসলাম কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি আমতলী গ্রামের মো: জালাল উদ্দিনের ছেলে। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মো: রিয়াজুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (১১ আগস্ট) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা পরীক্ষার জন্য দিলে বুধবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় আজ রোববার সকাল ৭টায় তিনি মারা যান।
গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ নিয়ে গোপালগঞ্জ জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এ জেলায় মোট ২০৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩৩ জন। ৪১০ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন । মুকসুদপুরে ১ জন করোনা রোগী আত্মহত্যা করেছেন।
Leave a Reply