আজকের গোপালগঞ্জ রিপোর্টঃ
সমকাল সুহৃদ সমাবেশ ও শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল উদ্যোগ
চিকিৎসা, ঔষুধ ও চশমা পেয়ে মুখে হাসি ফুঁটে ওঠে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিলের বন্যাদুর্গত প্রত্যন্ত রামনগর গ্রামের গৃহবধূ লাভলী বল্লভের (৫০) মুখে। খুশিতে আত্মহারা হয়ে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ত্রান ও শুকনা খাবার পেয়েছি। কিন্তু চিকিৎসা সেবা দিতে কেউ আসে নাই। সমকাল সুহৃদ সমাবেশ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আমাদের সর্দি, কাশি, জ্বর, পানিবাহিত ও চক্ষু রোগের চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ঔষুধ , চশমা বিনা মূল্যে দেয়া হয়েছে। তারা ট্রলারে করে বাড়ি বাড়ি গিয়ে এ সেবা দিয়েছে। শুধু লাভলী বল্লভই নয়, তার মতো ওই গ্রামের বিভিন্ন বয়সের ২ শ’ মানুষ ফ্রি চিকিৎসা, ঔষুধ ও চশমা পেয়ে খুবই উপকৃত হয়েছেন।
আজ মঙ্গলবার দিনব্যাপী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বন্যা দুর্গতদের ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদান করেছে সমকাল সুহৃদ সমাবেশ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল। ওই হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে একদল চিকিৎসক , নার্স ও কর্মকর্তা এ সেবা প্রদান করেন।
ওই হাসপাতালের আই ক্যাম্প প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপক সরকার বলেন, আমরা ট্রলারে করে বন্যাকবলিত রামনগর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ফ্রি সর্দি, জ্বর, কাশি, খুজলি, পাচরা, চর্মরোগ সহ বন্যার পানিবাহিত ও চক্ষু রোগের চিকিৎসা প্রদান করেছি। চিকিৎসা নিতে আসাদের মাক্স, মুখে খাওয়া স্যালইন, প্যারাসিটামল, সিপ্রেসিন, অয়েনমেন্ট সহ ১৫ প্রকার প্রয়োজনীয় ঔষুধ, চোখের ড্রপ ও চশমা দিয়েছে। এতে বন্যাদুর্গত এলাকার মানুষ উপকৃত হয়েছে। আমরা এখানে আরো বেশ কিছু এ ধরণের ক্যাম্প করে মানুষের পাশে থাকবো।
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা ও সমকাল সুহৃদ সমাবেশ এ কর্মসূচী করেছি। এতে আমরা মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। করোনা ও বন্যার মধ্যে তাদের এ সেবা আরো বেশি প্রয়োজন বলে আমাদের কাছে তারা দাবি করেছেন। আমরা এ সেবা অব্যাহত রাখাবো ইনশাআল্লাহ।
Leave a Reply