আজকের গোপালগঞ্জ রিপোর্টঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল সবজি ও ফলের উৎপাদন কলা কৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস।
বারি’র প্রকল্প পরিচালক ড.এম এম কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদার ও কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন বক্তব্য রখেন। পরে অতিথিরা ২ শ’ কৃষকের হাতে বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ফলের আম, লেবু, মাল্টা ও পেয়ারার চারা তুলে দেন।
Leave a Reply