আজকের গোপালগঞ্জ রিপোর্টঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর গাজীকে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন লাঞ্চিত করার ঘটনার বিচার দাবীতে পদত্যাগের ঘোষনা দিয়েছে বিদ্যালয়টির শিক্ষকরা।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সকল শিক্ষকদের স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর দেন শিক্ষকরা।
উল্লেক্ষ যে, গত ২৪ আগষ্ট কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে পরামর্শ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী বিদ্যালয়ের জায়গায় শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মানের উদ্যোগ গ্রহণ করেন। ঐ সময় কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালিদ হোসেন এসে ঐ শিক্ষকের বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে কাজে বাঁধা দেয় এবং লাঞ্চিত করেন। এমন অভিযোগ এনে গত ২৬ আগষ্ট জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী।
Leave a Reply