আজকের গোপালগঞ্জ রিপোর্ট
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাল্যবিয়ের দায়ে বরকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আতিকুল ইসলাম এ জরিমানা করেন।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম জানান, পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা গ্রামের মো. রুবেল মিয়া (২৪) শুক্রবার কাশিয়ানী উপজেলার কাদিরপাড়া গ্রামের এক কিশোরীকে বিয়ে করতে আসেন। গোপান সংবাদের ভিত্তিতে ওই কিশোরীর বাড়িতে অভিযান চালিয়ে বরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স হয়েছে ১৬ বছর ৪ মাস। কাজীকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা ।
Leave a Reply