আজকের গোপালগঞ্জ প্রতিবেদক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের পুলিশ এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্সের এসপি পদমর্যাদার ২৪ জন প্রশিক্ষণার্থী পুলিশ সুপার। প্রশিক্ষণের অংশ হিসাবে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় পুলিশ স্টাফ কলেজ এর পরিচালক (প্রশিক্ষণ) মাসুদ করিম, ঢাকা জেলার পুলিশ সুপার শেখ মারুফ হোসেন, রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, লক্ষীপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন, এস বি, সিআইডির সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply