প্রিয় ননীক্ষীর ইউনিয়ন বাসী আসসালামু আলাইকুম/ নমস্কার…. আমি জাহাঙ্গীর হোসেন শাহীন আপনাদের সন্তান,আমি আপনাদের ভাই,আমি আসন্ন ননীক্ষীর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে আপনাদের দোয়া ও আশীর্বাদ প্রার্থী…..।
ননীক্ষীর ইউনিয়ন এর যুব সমাজকে একটা ডিজিটাল স্মার্ট সমাজ গড়তে আমি আশা ব্যক্ত করছি। আমার বাবা একজন সমাজ গড়ার কারিগর ছিলেন। আমি তার সন্তান,তারই আদর্শে বড় হয়েছি,আমি আপনাদের পাশে থেকে কাজ করার একটা সুযোগ চাই।
মুলত এখানে আমার বাবার আদর্শে আমি রাজনীতি করি। আমার বাবা থানা আওয়ামীলীগ এর সদস্য ছিলেন, পাশাপাশি ননীখীর হাইস্কুলের টানা ৩০ বছর চেয়ারম্যান ছিলেন, জলিরপার কলেজ এর ম্যানেজিং কিমিটির সদস্য ছিলেন, পাশাপাশি জলিরপার বাজার কমিটির সভাপতি ও ছিলেন, আমার বড় ভাই ননীখীর ২ নং ওয়ার্ড আওমীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শান্ত, এবং আমার ছোট ভাই কাজী সাব্বির হোসেন শাওন ইউনিয়ন ছাএলীগ সাধারণ সম্পাদক এবং বংগরত্ন কলেজ ছাএলীগ এর সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছে। আমরা অতীত থেকেই বঙ্গবন্ধুর আদর্শে শেখ পরিবারের রাজনীতির সাথে জড়িত।
আমার শ্রদ্ধেয় বাবা ১৩ সালে আমাদের রেখে মারা যান, সারাজীবন তিনি দলের জন্য সময় ব্যায় করেছেন, এবং নিবেদিত প্রান ছিলেন, আমরা তিন ভাই মেঝ ভাই কাজী জাহাঙ্গীর হোসেন শাহীন, পেশায় একজন ঔষধের ব্যবসায়ী, জলিরপার বাজারে, ক্লিন ইমেজের লোক।আমার পরিবার শুরু থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত।আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।আগামী নির্বাচনকে সামনে রেখে আমি প্রতিনিয়ত আমার শুভাকাঙ্ক্ষী ভাই-বোনদের নিয়ে উন্নয়নমূলক কাজ করছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একজন ক্ষুদ্র কর্মী হয়ে বাংলাদেশের উন্নয়নের বার্তা জনগণের নিকট তুলে ধরছি।
সেই সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশএবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের হাতকে শক্তিশালী করার জন্য আমি আমার ইউনিয়ন কে শক্তিশালী করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
Leave a Reply