বলছি একজন মানবিক হৃদয়ের অধিকারী-মানবতার ফেরিওয়ালা খ্যাত আব্দুল জলিল এর কথা…. যিনি নিরলস কাজ করে যাচ্ছেন
কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে….
স্টাফ রিপোর্টার:
সমাজে কিছু কিছু মানুষ থাকেন যারা নামে-দামে খুব বিখ্যাত কেউ নন কিন্তু গুণে-মানে নীরবে-নিভৃতে সমাজের আলোকশিখা হয়ে দীপ্যমান থাকেন।
আমরা সুনামে সিক্ত করে তাদের বলি ‘সাদা মনের মানুষ’ কিম্বা মানবতার ফেরিওয়ালা ।
তাদের অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে থাকেন নিভৃতে। তেমনি একজন মানবিক মানুষ কুমিল্লা জেলার (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
এলাকার প্রকৌশলী আব্দুল জলিল।
প্রথাগত বিখ্যাত কেউ নন তিনি, কিন্তু মুক্তচিন্তা-চেতনায় লালিত, নাগরিক জীবনের বাইরে সাধারণ জীবন অতিবাহিত করা একজন জলিল ।
জীবনাচরণে মননশীল, সহজ-সরল মানসিকতায় উজ্জীবিত জলিল কে নীরবে-নিভৃতে যাপিত জীবনের ‘সত্যিকার ভালো মানুষ’ হিসেবেই জানেন এলাকার জনসাধারণ।
জিরুইন উপজেলার ব্রাহ্মণ পাড়া গ্রামে জন্ম নেওয়ার সময় সেই জনপদ ছিল সত্যিকার অর্থেই অজপাড়াগাঁ, যাকে বলি ‘গাঁও-গেরাম’, এখন হয়তো কিছুটা উন্নয়নের জোয়ারে সেখানে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে।
সেই ‘গাঁও-গেরাম’ ব্রাহ্মণ পাড়ার ছেলে শিক্ষক আব্দুল জলিল।
১৯৮৭ সালের ২২ সেপ্টেম্বর জিরুইন উপজেলার ব্রাহ্মণ পাড়া গ্রামে জন্ম। পিতা ব্যবসায়ী মোহাম্মদ আলী নেওয়াজ, মাতা রাহেলা খাতুনের ৬ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।
তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন মানবসেবায়।
একজন মানবিক প্রেমিক হিসেবে ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
বিশেষ করে নিজ এলাকা (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)।
চারিদিকে যখন মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে সুবিধালোভী মানুষের প্রতিযোগিতা, তার ভিড়ে নিভৃতচারী জলিল নিজ এলাকায় আলোকবর্তিকা ছড়াচ্ছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল জলিল (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) উপজেলার বিভিন্ন এলাকায় করে চলছেন গণসংযোগ।
প্রচার করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতীত ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের রোড ম্যাপ।
তিনি বলেন আমাকে সুযোগ দেওয়া হলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ ও ভিষন (৪১) বিনির্মাণে আমি নিরলসভাবে কাজ করে যাবো।
গরীবের বন্ধু আব্দুল জলিল বলেন আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা—৫ (বুড়িচং—ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ।
Leave a Reply