1. joybanglashykot@gmail.com : Smrityhasan :
September 9, 2024, 6:16 pm
ব্রেকিং নিউজ :
খান শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জের উলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা-অর্চনা ও বিক্ষোভ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জ সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়নে ইউপি সদস্য গরিবের বন্ধু খ্যাত রহমত হোসেন মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করেন এলাকাবাসী  কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপার” এক ছোবলে হতে পারে মৃত্যু’ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সিএসই ফেস্টের উদ্বোধন গোপালগঞ্জে শ্রীরাম চন্দ্রের জন্মতিথি উপলক্ষে শ্রী রামযজ্ঞ ও মঙ্গল শোভাযাত্রা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের রেকর্ড ভঙ্গ করে গোপালগঞ্জে ১০০ গ্রাম থেকে গরুর মাংস মিলছে সরকার নির্ধারিত মূল্য থেকেও কমে। ভূয়সি প্রশংসায় ভাসছে জেলা প্রশাসন। গোপালগঞ্জে ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের, আইনি ব্যবস্থা না নেওয়ায় মৃত্যুর হার বেড়েই চলেছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে প্রার্থী হয়েছেন একজন সাদা মনের মানুষ মো:আব্দুল জলিল

  • Update Time : Tuesday, October 3, 2023
  • 179 Time View

বলছি একজন মানবিক হৃদয়ের অধিকারী-মানবতার ফেরিওয়ালা খ্যাত আব্দুল জলিল এর কথা…. যিনি নিরলস কাজ করে যাচ্ছেন
কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে….

স্টাফ রিপোর্টার:

সমাজে কিছু কিছু মানুষ থাকেন যারা নামে-দামে খুব বিখ্যাত কেউ নন কিন্তু গুণে-মানে নীরবে-নিভৃতে সমাজের আলোকশিখা হয়ে দীপ্যমান থাকেন।

আমরা সুনামে সিক্ত করে তাদের বলি ‘সাদা মনের মানুষ’ কিম্বা মানবতার ফেরিওয়ালা ।

তাদের অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে থাকেন নিভৃতে। তেমনি একজন মানবিক মানুষ কুমিল্লা জেলার (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)
এলাকার প্রকৌশলী আব্দুল জলিল।

প্রথাগত বিখ্যাত কেউ নন তিনি, কিন্তু মুক্তচিন্তা-চেতনায় লালিত, নাগরিক জীবনের বাইরে সাধারণ জীবন অতিবাহিত করা একজন জলিল ।
জীবনাচরণে মননশীল, সহজ-সরল মানসিকতায় উজ্জীবিত জলিল কে নীরবে-নিভৃতে যাপিত জীবনের ‘সত্যিকার ভালো মানুষ’ হিসেবেই জানেন এলাকার জনসাধারণ।

জিরুইন উপজেলার ব্রাহ্মণ পাড়া গ্রামে জন্ম নেওয়ার সময় সেই জনপদ ছিল সত্যিকার অর্থেই অজপাড়াগাঁ, যাকে বলি ‘গাঁও-গেরাম’, এখন হয়তো কিছুটা উন্নয়নের জোয়ারে সেখানে আধুনিকায়নের ছোঁয়া লেগেছে।

সেই ‘গাঁও-গেরাম’ ব্রাহ্মণ পাড়ার ছেলে শিক্ষক আব্দুল জলিল।

১৯৮৭ সালের ২২ সেপ্টেম্বর জিরুইন উপজেলার ব্রাহ্মণ পাড়া গ্রামে জন্ম। পিতা ব্যবসায়ী মোহাম্মদ আলী নেওয়াজ, মাতা রাহেলা খাতুনের ৬ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।
তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন মানবসেবায়।

একজন মানবিক প্রেমিক হিসেবে ইতোমধ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
বিশেষ করে নিজ এলাকা (বুড়িচং-ব্রাহ্মণপাড়া)।
চারিদিকে যখন মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে সুবিধালোভী মানুষের প্রতিযোগিতা, তার ভিড়ে নিভৃতচারী জলিল নিজ এলাকায় আলোকবর্তিকা ছড়াচ্ছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল জলিল (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) উপজেলার বিভিন্ন এলাকায় করে চলছেন গণসংযোগ।
প্রচার করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অতীত ও ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের রোড ম্যাপ।

তিনি বলেন আমাকে সুযোগ দেওয়া হলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ ও ভিষন (৪১) বিনির্মাণে আমি নিরলসভাবে কাজ করে যাবো।

গরীবের বন্ধু আব্দুল জলিল বলেন আমি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা—৫ (বুড়িচং—ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
www.ajkergopalganj.com
Theme Customized By one host