1. joybanglashykot@gmail.com : Smrityhasan :
September 9, 2024, 6:44 pm
ব্রেকিং নিউজ :
খান শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জের উলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা-অর্চনা ও বিক্ষোভ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বিক্ষোভ সমাবেশ গোপালগঞ্জ সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়নে ইউপি সদস্য গরিবের বন্ধু খ্যাত রহমত হোসেন মোল্লার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করেন এলাকাবাসী  কোটালীপাড়া থেকে রাজৈর হয়ে ঢাকায় বাস চলাচলের দাবিতে মানববন্ধন ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপার” এক ছোবলে হতে পারে মৃত্যু’ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সিএসই ফেস্টের উদ্বোধন গোপালগঞ্জে শ্রীরাম চন্দ্রের জন্মতিথি উপলক্ষে শ্রী রামযজ্ঞ ও মঙ্গল শোভাযাত্রা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের রেকর্ড ভঙ্গ করে গোপালগঞ্জে ১০০ গ্রাম থেকে গরুর মাংস মিলছে সরকার নির্ধারিত মূল্য থেকেও কমে। ভূয়সি প্রশংসায় ভাসছে জেলা প্রশাসন। গোপালগঞ্জে ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল দুই কৃষকের, আইনি ব্যবস্থা না নেওয়ায় মৃত্যুর হার বেড়েই চলেছে

গোপালগঞ্জের চাঞ্চল্যকর শ্রাবণী হত্যা মামলায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অসহায় মায়ের সংবাদ সম্মেলন

  • Update Time : Tuesday, October 10, 2023
  • 218 Time View
  1. গোপালগঞ্জের মুকসুদপুরে শ্রাবণী হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে গৃহবধূ শ্রাবণী আক্তার (১৯) হত্যার ন্যায় বিচার পেতে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগীর মা রুবিয়া বেগম, তার স্বজনেরা ও গ্রামবাসীরা।

গতকাল বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের সোর্দ্দী গ্রামে নিহত শ্রাবণীর বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, শ্রাবণী আক্তার সহজ-সরল ও শান্ত প্রকৃতির মানুষ ছিলো।

প্রায় দেড় বছর আগে একই গ্রামের তারামিয়া ব্যাপারীর ছেলে হাসান বেপারীর সাথে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের প্রথম থেকেই আমরা দুই দফায় যৌতুক দিয়েছি। পরবর্তীতে তৃতীয় দফায় যৌতুক দিতে দেরি হওয়ায় চলতি বছরের ২৭ মার্চ পবিত্র রমজান মাসের প্রথম দিকে শ্রাবণীর মাদকাসক্ত স্বামী হাসান বেপারী (২৩) সহ শ্বশুর বাড়ির লোকজন নির্মমভাবে শারীরিক নির্যাতন করে ও গলা টিপে তাকে হত্যা করে।

পরে এই হত্যাকান্ডকে আত্মহত্যা করেছে মর্মে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় নিহতের মা রুবিয়া বেগম নিজে বাদী হয়ে মুকসুদপুর থানায় গত ২৭/০৩/২০২৩ ইং তারিখে একটি মামলা দায়ের করেন,মামলা নং -২৬ (মুকসুদপুর জি.আর- ৯২/২৩) পরবর্তীতে মামলার আইয়ু মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর মো.শওকত হোসেন এবং র‍্যাব আসামিদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। পরে আমাদের অনাপত্তি সত্ত্বেও গোপালগঞ্জ জেলা পিবিআই পুলিশ আসামি পক্ষের সাথে যোগাযোগ করে ইচ্ছাকৃতভাবে পোস্টমর্টেম রিপোর্ট দীর্ঘদিন আটকে রাখে যাতে শ্রাবণীর লাশ পুনঃময়না তদন্তে কোন আলামত খুঁজে পাওয়া না যায়। অথচ পুলিশের সুরতহাল রিপোর্টে শ্রাবণীর গায়ে একাধিক আঘাতের চিহ্ন উল্লেখ রয়েছে।

এছাড়া আটককৃত আসামিদের রিমান্ডে নেওয়ার কথা বলে মামলার বর্তমান আইও (পিবিআই) এস.আই রুপ কুমার বিশ্বাস আমাদের নিকট থেকে বিভিন্ন কিস্তিতে ১ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। অথচ বাদী ও সাক্ষীদের সাথে যোগাযোগ না করে এবং সুষ্ঠু তদন্ত না করে আসামিপক্ষের নিকট থেকে মোটা অংকের ঘুষ নিয়ে আসামি হাসান বেপারীকে আত্মহত্যায় প্ররোচনাকারী উল্লেখ করে এবং অন্য আসামিদের নাম বাদ দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। আমরা এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় বিচারক স্যারদের নিকট এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিআইডি পুলিশের মাধ্যমে সুষ্ঠু তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবিনয় অনুরোধ করছি। আমরা চাই শ্রাবণী হত্যার মূল রহস্য উদঘাটন হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

এ দাবিতে আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শ্রাবণী আক্তারের মা রুবিয়া বেগম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম মল্লিক, মো. শাজাহান শেখ, মো. মাফেল ফকির, মো. ছরোয়ার শেখ, মো. লুথু শেখ, মো. আওলাদ শেখ, আমির শেখ সহ শত শত নারী-পুরুষ উপস্থিত হন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
www.ajkergopalganj.com
Theme Customized By one host