স্টাফ রিপোর্টার : মাদক মুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখি এ প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জ জেলা সদরের চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়ে মায়ের হাসি ক্লাব এর আয়োজনে মাদকবিরোধী ছাত্র সমাবেশ, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এসময় মায়ের হাসি ক্লাবের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করা কুইজ বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মায়ের হাসি ক্লাবের পরিচালক মানবিক মানুষ খ্যাত- মফিজুর রহমান সেতু।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উক্ত স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস কে ইফতেখার মুহাম্মদ উমায়ের সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় গোপালগঞ্জ।।
বিশেষ অতিথি ছিলেন
(১)গাজী তুষার আহম্মেদ বাঘা সভাপতি শেখ মণি স্মৃতি পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। (২)জনাব ওহিদুজ্জামান ভূঁইয়া প্রধান শিক্ষক চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালায় গোপালগঞ্জ।।
এছাড়া সম্মানিত শিক্ষক গন ও ম্যানেজিং কমিটির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মানবিক সংগঠনের সেচ্ছাসেবী গন উপস্থিত ছিলেন।
Leave a Reply