দূরদর্শনের ইতিহাসে – ইতিহাসের এই দিনে
……………………………..
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
আজ বিশ্ব টেলিভিশন দিবস।
প্রতিবছর ২১ নভেম্বর সারাবিশ্বে পালিত হয় দিবসটি। ১৯৯৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে ঘোষণা করে।
টেলিভিশন একসময় জাদুর বাক্স বা দুরদর্শন নামেও পরিচিত ছিল। কিন্তু সাধারণ মানুষের মাঝে কীভাবে পৌঁছাল এই জাদুর বাক্স, তা কি কখনও ভেবে দেখেছেন?
ব্রিটিশবিজ্ঞানী জন এল বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন। সে টেলিভিশন অবশ্য এখনকার মতো রঙিন ছিল না। ছিল না এলইডি প্রযুক্তিও।
টেলিভিশন আবিষ্কারের মূল লক্ষ্য পূরণ করতে রুশ বংশোদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবারগের কৃতিত্ব অনেক। ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করতে তিনি সাহায্য করেন বিবিসিকে।
টেলিভিশন বাণিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। আর তারপরই ১৯৪৫ সালে যন্ত্রটি পরিপূর্ণ পূর্ণতা লাভ করে।
Leave a Reply