ছবি ঃ গ্রেফতারকৃত অভিযুক্ত আসামি রফিকুল ফকির ও সিন্দিয়া ঘাট পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর শওকত হোসেন।
বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর শওকত হোসেন সংবাদিকদের জানান
মুকসুদপুর থানাধীন শৌলখোলা গ্রাম থেকে খুন ও ডাকাতির যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ফকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ফকির গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার-শোলখোলা গ্রামের মৃত হোসেন ফকিরের ছেলে ।
সাব-ইন্সপেক্টর শওকত হোসেন আরও জানান, ৫নভেম্বর-২০২৩ ইং,রাত ০২.৩০ ঘটিকায় রফিকুল ফকিরের নিজ গ্রাম শৌলখোলার সরোয়ার শেখের বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
রফিকুলের বিরুদ্ধে ডাকাতী ও অস্ত্র ১২টি, মাদক ৭ টিসহ মোট ১৯ টি মামলা রয়েছে। উল্লেখিত মামলার মধ্য ৯টি মামলায় রফিকুল ফকির ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী ছিল এবং একটি ডাকাতিও খুনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী ছিলেন।
Leave a Reply