কবি: মাটির কবি লিটন মাহমুদ
তুমি দাঁড়াও হে যুবক !
—————————–মাটির কবি লিটন মাহমুদ
তুমি দাঁড়াও হে যুবক !
তুমি দাঁড়াও
তুমি দাঁড়াও
তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো ?
প্রশ্ন করো তোমার জীবিত আত্মার কাছে_
সে কেন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে
প্রশ্ন করো তোমার দুটি হাতের কাছে
যে হাত দিয়ে পেট্রোল বোমা ছুড়ে মারছে
মানুষ বোঝায় চলন্ত গাড়িতে,
আর দাউ দাউ করে জ্বলছে আগুন
সে আগুন পুড়ে মরছে
তোমার মত কোন মায়ের সন্তান !
তুমি দাঁড়াও হে যুবক !
তুমি দাঁড়াও
তুমি দাঁড়াও !
তুমি ইসরাইলের নাস্তিকের মতো হত্যা করছো নিরীহ শিশু
হত্যা করছো নারী
যাদের কোনো দোষ ছিলো না। তুমি দাঁড়াও হে যুবক !
তুমি দাঁড়াও
তুমি দাঁড়াও !
Leave a Reply