স্টাফ রিপোর্টার ঃ
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ঘুরে ঘুরে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের অংশ হিসেবে বিকাল ৩ টায় উপজেলার বানিয়ারচর বাজার থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণমিছিল বের করেন শেখ দিপু।
মিছিল নিয়ে পথে পথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী
মুহাম্মদ ফারুক খানের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্তিক সরকার। কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মিরাজ আলী শেখ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পথসভা ও লিফলেট বিতরণ শেষে শেখ আতিয়ার রহমান দিপু জানান বিশ্বের প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।
বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে,নাকি জঙ্গিবাদ, এতিমের টাকা আত্মসাৎ কারী, পেট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষ হত্যাকারীদের হাতে দেশ যাবে,সেটি নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।
৭ জানুয়ারি সকলের জন্য একটি পরীক্ষার দিন। যদি মাটি ও পতাকাকে ভালোবাসেন তাহলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। মনে রাখতে হবে নৌকায় ভোট দিলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। সফল হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন- ৪১।
Leave a Reply