ছবিঃ শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় নাসিমা আক্তার রুবেল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে তানভীর হাসান সৈকত,
আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২১৭,গোপালগঞ্জ- ৩ আসনের নৌকার মাঝি
শেখ হাসিনার পক্ষে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও নৌকার অনুসারীদের সাথে নিয়ে -নৌকা মার্কার পক্ষে দিন রাত ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ঢাকা বিভাগীয় নির্বাচনী এলাকা গোপালগঞ্জের দায়িত্বপ্রাপ্ত নেত্রী নাসিমা আক্তার রুবেল ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে মহিলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী সহ কয়েক হাজার ভোটার ও অনুসারীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম,পাড়া মহল্লায় ও হাটে বাজারে ঘুরে ঘুরে আওয়ামী লীগের দলীয় প্রধান ও টঙ্গীপাড়া ৩ আসনের নৌকার মাঝি শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে বিকাল ৪ টায় উপজেলার পাটগাতি বাজার থেকে নৌকা মার্কার পক্ষের হাজার হাজার অনুসারীদের সাথে নিয়ে গণমিছিল বের করেন গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার রুবেল।
মিছিল নিয়ে পথে পথে নৌকার মাঝি শেখ হাসিনার জন্য দোয়া,ভালোবাসা এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তারা।
পথসভা ও লিফলেট বিতরণ শেষে শেখ হাসিনার পক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাসিমা আক্তার রুবেল সাংবাদিকদের জানান,
বিশ্বের প্রেক্ষাপটে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।
বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, নাকি জঙ্গিবাদ, এতিমের টাকা আত্মসাৎ কারী, পেট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষ হত্যাকারীদের হাতে দেশ যাবে,সেটি নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।
প্রেক্ষাপটে আপনারা সকলেই অতীতের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা রাখি।
৭ জানুয়ারি সকলের জন্য একটি পরীক্ষার দিন।
(টুঙ্গিপারা- কোটালীপাড়া ) গোপালগঞ্জ-৩ আসন তথা বাংলাদেশের নিপীড়িত মানুষকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
মনে রাখতে হবে নৌকা মার্কায় ভোট দিলেই গোপালগঞ্জ- ৩ আসনের মানুষের স্বপ্ন পূরণ হবে। পূরণ হবে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ-ভিশন-৪১
এ সময় শেখ হাসিনার সমর্থকেরা আগামী ৭ জানুয়ারি ৯০% ভোটের ব্যবধানে শেখ হাসিনা টানা অষ্টম বারের মত এমপি নির্বাচিত হয়ে সংসদে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।
Leave a Reply