মামুন রানা বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের নৌকার মাঝি শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে ১২ নং উলপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উলপুর ইউনিয়ন,নিজরা ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত গোপালগঞ্জ-২ আসনের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার-
শেখ ফজলুল করিম সেলিম এর নৌকার পক্ষে বিশাল নির্বাচনী জনসভা সোমবার ২ জানুয়ারির বিকালে অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রচারণার ও সমাবেশ কেন্দ্র করে বিকাল ২টা ৩০ মিনিটে ১২ নং উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল এর নেতৃত্বে কয়েকহাজার নেতাকর্মীদের সাথে নিয়ে নেচে, গেয়ে আনন্দ মুখর পরিবেশে বিশাল এক মিছিল
এম,এস,খাঁন ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হয়ে , উলপুর কাঁচা বাজার,, মধ্য বাজার (গ্রিন ভিউ পার্ক), হয়ে সমাবেশ ময়দানে যোগ দেন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তখনই সমাবেশ রূপান্তরিত হয় মহাসমাবেশে।
২ আসনের নৌকার মাঝি শেখ ফজলুল করিম সেলিম তাদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১২ নং উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল,
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ -২ আসনের নৌকার মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম বলেন- বিএনপি-জামাত নির্বাচন বাঞ্চালের জন্য দেশবিরোধী চক্রন্ত করছে। ওরা গণতন্ত্রের নামে ট্রেনে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার দল, ওরা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যাকারীর দল, ওদের বাংলার জনগণ আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না
।আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন ।
মনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষ সুখ-শান্তিতে বসবাস করতে পারবে এবং বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমপি পুত্র -শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খাঁন, সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,১২ নং উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী প্রমূখ।
Leave a Reply