গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
“এগারো পেরিয়ে বারতে পদার্পণ সবার সাথে এশিয়ার টেলিভিশন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এ এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসান সৈকত এর সভাপতিত্বে আলোচনা সভা, কেক কেটে বর্ষ উদযাপন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি আলিমুজ্জামান বিটু, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, স্বনামধন্য মাটির কবি লিটন মাহমুদ, সাংবাদিক ইমরুল কাদির, জুয়েল শিকদার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশন ইতিমধ্যে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিশেষ করে এশিয়ান টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এশিয়ান টেলিভিশনের এক ঝাঁক তরুণ সাংবাদিক সারা দেশের আনাচে-কানাচ থেকেও উন্নয়নমূলক এবং অসংগতিপূর্ণ সব ধরনের তথ্যনির্ভর এবং সত্য নির্ভরযোগ্য সূত্র ধরে নিয়মিত প্রতিবেদন দর্শকদের উপহার দিয়ে যাচ্ছে।
গোপালগঞ্জ তার ব্যতিরেকে নয়।
সেই সাথে বেশি-বিদেশি নাটক এবং লাইভ সংগীত অনুষ্ঠান দর্শকদের হৃদয় জয় করে রেখেছে।
আলোচনা শেষে উপস্থিত সকলে মিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করেন।
এরপরে প্রেসক্লাব গোপালগঞ্জ চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরিশেষে, তীব্র শীতের মধ্যে অসহায়, দুঃস্থ ও গরিবদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। অসহায় মানুষ শীতবস্ত্র পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে।
গোপালগঞ্জে দিনব্যাপী এশিয়ান টেলিভিশনের নানা আয়োজন উপভোগ করে জেলার সর্বস্তরের মানুষ।
Leave a Reply