স্টাফ রিপোর্টার ঃ
ইসলামী শরীয়তের সমস্ত আইন কানুন মেনে এবারের বিশ্ব ইজতেমায় ও প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে , বিশ্ব ইজতেমা ময়দানে আজ শনিবার বাদ আসর এক শ যুগলের বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ে পড়াবেন ভারতের মাওলানা জুহাইরুল হাছান হাফিঃ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের এই সংবাদ নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান হাবিবুল্লাহ রায়হান।
জানা যায়, এক শ যুগলের বেশি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে বিশ্ব ইজতেমার ময়দানে ।
রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব।
Leave a Reply