স্টাফ রিপোর্টারঃ মুকসুদপুরের গোপালগঞ্জ থেকে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান,পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি ১৬ ই ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে নির্বাচনী এলাকার পশারগাতী ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় মন্ত্রী মুহাম্মদ ফারুক খাঁন এমপি গত ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে ফারুক খানকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সকলের খোঁজ-খবর নেন এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল কুমার দে এর সভাপতিতে ও সাংগঠনিক সম্পাদক কাজী রুহুল আমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার,পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান আব্দুর রহমান মীর, সহ-সভাপতি কাজী সামচুদ্দোহা প্রমুখ:
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের , সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মুক্ত মুন্সী, সাব্বির খান,মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসি রানী বিশ্বাস দুর্গাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply