তানভীর হাসান সৈকত গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা সাকায়াত হোসেন মোল্লার স্মরণে ও তার আত্মার মাগফেরত কামনা অনুষ্ঠানে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ দুপুর ১ টায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার রাবেয়া আলী গার্লস স্কুল এন্ড কলেজ এর হল রুমে কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোঃ হাবিবুর রহমান বিপিএম বার ও পিএম বার এর দেওয়া ১১ শত কম্বল বিতরণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের মানবিক পুলিশ সুপার আল-বেলি আফিফা।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গোপালগঞ্জ বদরুদ্দোজা বদর, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সবেদ আলী ভূঁইয়া, মোল্লা আসাদুজ্জামান, মোল্লা আবুল কালাম প্রমুখ।
এ সময় মরহুমের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে ১১০০ বীর মুক্তিযোদ্ধার মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply