গোপালগঞ্জ প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফেরাতে গোপালগঞ্জ জেলা সদরের উলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা-অর্চনা,প্রার্থনা ও বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী ও পুরুষ পূজারীরা।
এসময় পূজারীরা মানবতার মা শেখ হাসিনাকে দুর্দিনে ভারতে নিরাপদ আশ্রয় দিয়ে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার (১০ আগস্ট) দুপুরে সরেজমিনে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে গিয়ে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অন্যায় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে বঙ্গবন্ধুর বাড়ি সহ বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে
গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুলের নেতৃত্বে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল আমিন (জনি) মোল্লা’র সঞ্চালনায় উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল, উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর আলী মিনা, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফ ম নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সোহেল খান, উলপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল সিকদার, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওসমান মিনা, উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হায়দার মোল্লা, প্রমুখ। বক্তারা বিএনপি- জামাত ও স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় বসিয়ে পুনরায় শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply