আজকের গোপালগঞ্জ প্রতিবেদকঃ
গোপালগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ প্রাইমারী শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ মত বিনিময় সভায় গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।
গোপালগঞ্জ পিটিআই’এর সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) মোঃ মিজানুর রহমান, কাশিয়ানী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান।
এরআগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বঙ্গবন্ধুর বাল্যকালের বিদ্যাপীঠ জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় মহাপরিচালকের সহধর্মিনী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ( প্রশাসন) মোঃ মিজানুর রহমান, উপপরিচালক ( সংস্থাপন) মোঃ দেলোয়ার হোসেন, গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply