আজকের গোপালগঞ্জ প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে বিনামূল্যে ২ শ’ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
মুকসুদপুর ডায়াবেটিক সেন্টারে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও অরবিস দিনব্যাপী ক্যাম্প করে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ডায়াবেটিস এবং চক্ষু পরীক্ষা করেছে। এতে সহযোগিতা করেছে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ও এ্যাড. কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশন।
চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই হাসপাতালের চিকিৎসক, নার্স ও আয়োজক সংগঠনের কর্মকর্তারা এ সেবা প্রদান করেন।
এ দিন সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন মুকসুদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া।
গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক মনোজ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, সমাজ সেবক আহজ্জাদ মহসীন খিপু মিয়া, প্রোগ্রাম কো-অর্ডিনেটর দীপক সরকার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply