আজকের গোপালগঞ্জ প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মো: হাবিবুর রহমান টিটুর পক্ষ থেকে ৪ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার উপজেলার পূর্ণবর্তী গ্রামের যুবসমাজের উদ্যোগে মো: হাবিবুর রহমানের নিজ বাড়িতে বসে এসব কম্বল বিতরণ করা হয়।
পূর্ণবর্তী গ্রামের সমাজসেবক নুরউদ্দিন মহাজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন।
এ সময় সমাজসেবক রেজাউল করিম হাওলাদার, আব্দুল মান্নান শেখ, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন লিটু, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন হাওলাদার, ইউপি সদস্য পনির হাওলাদার, যুবলীগ নেতা অলিউল্লাহ হাওলাদার উপস্থিত ছিলেন।
যুবলীগ নেতা অলিউল্লাহ হাওলাদার বলেন, শিল্পপতি হাবিবুর রহমান টিটুর পক্ষ থেকে ৪শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগে করোনাকালীন সময়ে তার পক্ষ থেকে কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকায় এ ধরণের মানবিক কাজ করার কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শিল্পপতি হাবিবুর রহমান টিটুকে ধন্যবাদ জানাই।
Leave a Reply