আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিপণনের ওপর আজ মঙ্গলবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কোটালীপাড়া উপজেলার ফুলগাছা গ্রামের কৃষক মহাভারত বালার ক্ষেতে উৎপাদিত বারি-১৪ সরিষা বীজ এ মাঠ দিবসে কৃষকদের দেখানো হয়। প্রতি হেক্টরে এ বীজ ১.৯ টন ফলন দিয়েছে বলে মাঠ দিবস থেকে জানানো হয়।
কোটালীপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. অরবিন্দু কুমার রায় প্রধান অতিথির বক্তব্য দেন।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল কাদের সরদার. জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মুক্তা মন্ডল, আওয়ামী লীগ নেতা এ্যাড. বিজন বিশ্বাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply