আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ হেদায়েত উল্লাহ (৫৫) সোমবার রাতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাযা শেষে পাটগাতী মধ্যপাড়া গ্রামের শেখ বাড়ির কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি দীর্ঘদিন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
Leave a Reply