আজকের গোপালগঞ্জ রিপোর্ট
গোপালগঞ্জ সোশল্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের মুকসুদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারী ) এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক প্রসাদ কুমার মৃধা ও অলিয়ার খান, সদস্য সচিব শহীদুজ্জামান পলাশ, কমিটির সদস্যরা হলেন আরিফুল ইসলাম রাজু, আলহাজ্ব ইউসুফ আলী শেখ, এডভোকেট নুরুল ইসলাম মাতুব্বর, অসীম কুমার বালা, কাজী কৌশিক আহমেদ, মাহাবুব হাসান সাগর, রফিকুল ইসলাম, শেখ মোঃ সাইদুর রহমান, কে.এম.কামরুজ্জামান মুক্তা, রিয়াজুল হক কমল, নজরুল ইসলাম মুন্সী, মোমিন মিয়া মানি, সজল সাহা কাজল, বাশার মোল্লা, মাহমুদ আলম সিদ্দিকী, মোঃ মাহমুদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, আসাদুজ্জামান সরদার, সিকদার মামুনুর রশীদ, মোঃ আবিদ মাহমুদ হীরক, জিহাদ লস্কর সিয়াম, মেহেদী হাসান ইমন, হাওলাদার মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন শামীম, রানা মীর, বিধান চন্দ্র দাশ, ইমদাদুল হক মিয়া, মোঃ মিলন কাজী ও মোঃ মাসুদ রানা।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার এ ডি এম ফরিদুজ্জামান, ডাঃ শেখ শাহ আলম মুনীর, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান, সরদার মজিবর রহমান, অধ্যাপক মোঃ আনসার উদ্দিন আনিস. সনোজ কুন্ড, কে.এম. হাবিবুর রহমান, নিশাত হোসেন ও সৈয়দ মিরাজুল ইসলাম।
গোপালগঞ্জ সোশল্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ (বিপিএম বার) এর প্রস্তাবিত উপজেলা কমিটি বাস্তবায়নের লক্ষ্যে গত ২৮ জানুয়ারি সংগঠনের জেষ্ঠ সভাপতি মন্ডলীর সদস্য অধ্যক্ষ পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংগঠনের গোপালগঞ্জের কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা কাজী লিয়াকত আলীকে আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট মুকসুদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ কমিটির মেয়াদ আগামী ৬ মাস অথবা পরবর্তী সাধারণ সভা (যেটি আগে অনুষ্ঠিত হয়) পর্যন্ত কার্যকর হবে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়েছে।
Leave a Reply