আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত দেশব্যাপী ঢাকা ম্যারাথনের অংশ হিসেবে আগামীকাল সোমবার ১৫ ফেব্রুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলায় সাড়ে ৩ হাজার নারী-পুরুষ প্রতিযোগির অংশগ্রহনে ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হবে।
ম্যারাথনের সমন্বয়কারী ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ আজ রোববার গোপালগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে ম্যারাথনের উদ্বোধন করবেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
৫ কিলোমিটার অতিক্রম করে শহরের শেখ কামাল স্টেডিয়ামে এসে দৌড় শেষ হবে।
ম্যরাথন শেষে স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ১৪ ইস্ট বেঙ্গলের লেঃ কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন। ১৫ বছর থেকে শুরু করে তদুর্ধ্ব যে কোন বয়সের মানুষ রেজিস্ট্রেশন করে এই ম্যারাথনে অংশ নিতে পারবেন।
এ পর্যন্ত পুরো জেলায় সাড়ে ৩ হাজার প্রতিযোগি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আগামী ১৬ ফেব্রুয়ারী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং ১৭ ফেব্রুয়ারী কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় এ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
Leave a Reply