আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
আজ বুধবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু এবং ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক জ্যোতি লাল কুরী, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন, মহিলা ও শিশু মন্ত্রণালয়ে যুগ্ন সচিব মো. মহিবুজ্জামান, সিনিয়র সহকারী সচিব মোঃ শাহাদাত হোসেন, টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আজমীর হোসেন, টুঙ্গিপাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।
Leave a Reply