আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জন সচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়েছে।
সেই সাথে মানুষকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এ দিন সকাল থেকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা মূলক মাইকিং করা হয় ও অসচ্ছল মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৪ পথচারীকে ৮ শ’ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার ।
এছাড়া বেশি ভাড়া আদায় করার দায়ে রিফাত, হিসাম, রোহান আবাসিক হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সিনিয়র সহকারী কমিশনার দীনেশ সরকার।
Leave a Reply