আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জে আজ বুধবার সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। সকাল থেকেই সড়ক ও মহাসড়কে গন পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন পন্যবাহী ট্রাক ও জরুরী কাজে নিয়োজিত বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে। সরকারী বিধি অনুযায়ী কাঁচা বাজার খোলা রয়েছে। এছাড়া নিত্য প্রয়োজনী পণ্য এবং ঔষধের দোকান ব্যাতিত বন্ধ রয়েছে সকল বিপনী বিতান। বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।তবে কাঁচা বাজার এলাকায় মানুষের সমাগম ছিল চোখে পড়ার মত।
লক ডাউন কার্যকরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। সকালে স্বাস্থ্য বিধি না মানা এবং সরকারী আইন অমান্য করায় ৬ জনকে ৩৯০০ টাকা জরিমানা করা হয়।এসময় সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ সদস্যরা।
Leave a Reply