আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
ব্রেন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী শেখ শাওন মুন্না বাঁচতে চায়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় মৃত্যু যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। মুন্না কোটালীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের তারাশী গ্রামের দরিদ্র দিনমজুর হালিম শেখের ছেলে এবং কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউশন (মডেল) এর এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, গত ফেব্রুয়ারী মাসে হঠাৎ করে মুন্না অজ্ঞান হয়ে যায়। ঢাকা মেডিকেলের নিওরো সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় এভারকেয়ার হাসপাতালের নিওরী সার্জারী বিভাগের সিনিয়র কলসালটেন্ট অধ্যাপক ডাঃ জিল্লুর রহমানের কাছে নিয়ে যাওয়া হয় মুন্নাকে। তিনি এমআরআই, সিটি এনজিওগ্রাম, সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মুন্না ব্রেন টিউমারে আক্রান্ত। অতি দ্রুত অপারেশন করাতে হবে। চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৮ লক্ষ টাকা। এই কথা জেনে মুন্নার পরিবারে নেমে আসে অন্ধকারের ছায়া। টাকার অভাবে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরে আসতে হয় মুন্নাকে। যেখানে দুবেলা দুমুঠো খাবারই যোগানো কঠিন সেখানে মুন্নার চিকিৎসার টাকা কোথায় পাবে এই নিয়ে চিন্তায় বিভোর মুন্নার বাবা-মা। সমাজের সকল স্তরের মানুষের কাছে ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার দাবী জানিয়েছে মুন্নার পরিবার।
মুন্নার চিকিৎসার জন্য কোটালীপাড়ার সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার গঠন করেছে ‘মুন্না চিকিৎসা তহবিল’। মুন্নার চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন নিচের যে কোন মাধ্যমে। বিকাশঃ ০১৯৮৫৬২৭৬৯০, রকেট ও নগদঃ ০১৩১২৫০৪৬৯২ ব্যাংক একাউন্টঃ আব্দুল হালিম শেখ, সঞ্চয়ী হিসাব নং ০০০৩৫৩৪০০৩২৬৩, ষ্ট্যার্ন্ডাড ব্যাংক, কোটালীপাড়া শাখা।
Leave a Reply