আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানসিক হতাশায় বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার বিশ্বাস (৭২) আত্মহত্যা করেছেন। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর গ্রামে। বুধবার বিকালে তিনি নিজ বাড়িতে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। টুঙ্গিপাড়া ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম ও থানার ওসি এএফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অনার প্রদান করে। পরে বীর মুক্তিযোদ্ধার মরদেহ গ্রামের নিজ বাড়িতে সমাহিত করা হয়। বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) নিপা বিশ্বাসের পিতা।
টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, বীর মুক্তিযোদ্ধা অজিত বিশ্বাসের ছেলে মেয়েরা চাকরি সুবাদে বাইরে থাকেন। তাই গ্রামের বাড়িতে তিনি একাই বসবাস করতেন। প্রবীণ এ শিক্ষক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Leave a Reply