আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল সন্ধ্যা সাতটার সময় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চ ঘাট এলাকা থেকে গাঁজাসহ মোঃ নুরুল ইসলাম মোল্লা (৫০) নামে একজনকে গ্রেফতার করে গোপালগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মোঃ নুরুল ইসলাম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদহ গ্রামের মিয়া বাড়ি এলাকার মনির মোল্লার ছেলে।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ নুরুল ইসলাম মোল্লাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply