গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ বালক (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বর্নি ইউনিয়নের বাসুরিয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্যা, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশা প্রমূখ উপস্থিত ছিলেন।
ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টে উপজেলার ৫ ইউনিয়ন ও পৌরসভা থেকে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩১ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় কুশলি ইউনিয়ন একাদশ ও গোপালপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।
Leave a Reply