আজকের গোপালগঞ্জ ডেক্স
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সদর উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক আমাদেরকন্ঠ ও বাংলারকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। পত্রিকা দুটিতে আমাকে নিয়ে কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বার্থন্বেষী মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে ওই প্রত্রিকার সাংবাদিককে দিয়ে কাল্পনিক দুর্নীতির বিষয় উপস্থাপন করেছেন। আমার ইউনিয়নে অবকাঠামো, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এখানে দুর্নীতির কোন সুযোগ নেই। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতাধীন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ ভিজিডি ও ভিজিএফ কার্ড ধারীদের নামের তালিকা চূড়ান্ত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ। চেয়ারম্যান হিসেবে আমি ওই সব কার্ডে স্বাক্ষর করেছি মাত্র। এখানে আমার টাকা নেয়ার সুযোগ নেই। আমার ইউনিয়নে এলজিএসপি, কাবিখা, টিআরের শতভাগ কাজ হয়েছে। অতিদরিদ্রদের ঘর বাবদ আমি কোন টাকা নেইনি। ইউনিয়নের সকল অধিবাসীই আমরা কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি ক্ষমতার অপব্যবহার করিনা। তাই দমন পীড়নের সুযোগ নেই। আমি দলাদলী বাধিয়ে রাখিনা। এলাকার খুন জখমের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষ প্রতিহিংসা চরিতার্থ করতে ভিত্তিহীন অভিযোগ করেছেন মাত্র।
এম সুপারুল আলম টিকে, চেয়ারম্যান ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ
Leave a Reply