আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া হাই স্কুলের ৮টি শ্রেণিকক্ষবিশিষ্ট দু’টি টিনসেড ঘর ভেঙ্গেচুরে সকল আসবাবপত্র নিয়ে অবৈধভাবে জায়গা দখল ও স্কুলের ১২টি মূল্যবান গাছ কেটে নেয়ার ঘটনায় ছাওবান মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা-পুলিশ। বুধবার দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোক্তার হোসেন, হাতিয়াড়া ইউপি-চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস ও স্কুলের প্রধানশিক্ষক বিশ্বজিত কুমার মৈত্রের উপস্থিতিতে হাতিয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই স্কুলের অভিভাবক-সদস্য মোঃ বাদশা মোল্যা বাদী হয়ে এ ব্যাপারে কাশিয়ানী থানায় একটি মামলা (নং-১৭/১১৪) করেন। পরে রাতেই পুলিশ ছাওবানকে গ্রেফতার করে।
মামলার অভিযোগে জানা যায়, ৭১ ’এর কুখ্যাত রাজাকার আঃ হামিদের ছেলে ছাওবান মোল্যা ও তার সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে হাতিয়াড়া এলাকায় নিরীহ মানুষদের মারধর ও ভূমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। করোনা মহামারীতে স্কুল বন্ধ থাকায় গত ১৩ জুন সকালে তারা দা, কুড়াল, শাবল, করাত ইত্যাদি সহ লোকজন নিয়ে হাতিয়াড়া হাই স্কুলের ৮টি শ্রেণিকক্ষবিশিষ্ট দু’টি টিনসেড ঘর ভেঙ্গেচুরে এবং মূল্যবান সকল আসবাবপত্র নছিমনে তুলে নিয়ে যায়। এছাড়াও স্কুলের মেহগনি ও রেইন-ট্রি সহ ১২টি মূল্যবান গাছ কেটে ট্রাকে তুলে নিয়ে যায়। এতে ওই স্কুলের কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে বুধবার দুপুুরে স্কুল ভাংচুর করে জায়গা দখলের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এলাকার জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনায় ছাওবানের পিতা আঃ হামিদকে প্রধান আসামী করে ১৭ জন নামীয় ও আরও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ছাওবানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
Leave a Reply