আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে সোহান সিকদার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ইছাখালী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত সোহান ওই গ্রামের সুমন সিকদারের ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই বিপ্লব কুমার দাস জানান, করোনার মধ্যে দিন মজুর সুমন সিকদার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের ইছাখালী গ্রামের বাড়িতে চলে আসেন। মঙ্গলবার বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সুমনের ছেলে সোহান পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। সে সাঁতার জানতো না। দুপুর ১২ টার দিকে ওই পুকুর থেকে সোহানের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সোহানের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply