আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ৫৩ জন মৃত্যু বরণ করেছেন।
গোপালগঞ্জে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় সদরে ১ জন ও মুকসুদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ১৮৭ টি নমুনা পরীক্ষায় ৮২ জনের শরীরে করোনা ভাইরাস কোভিট -১৯ সনাক্ত হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদরে ৩৪ জন, কোটালীপাড়ায় ১৭ জন, কাশিয়ানীতে ৩০ জন ও মুকসুদপুর উপজেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোপালগঞ্জ জেলায় মোট ৪ হাজার ৭ শ ৫১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৩ জন সুস্থ হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৫৭ জন।
Leave a Reply