আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মেহেরুন্নেসা’র বাসায় চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতাল কোয়ার্টারের ২য় তলায় জানালার পাশে ব্যাগে থাকা নগদ টাকা, বাসা ও আলমারির চাবি সহ অফিসিয়াল ডকুমেন্ট চুরি করে চোরেরা। শুক্রবার সকালে চুরির বিষয়টি জানতে পেরে তিনি বাসার নিচে গিয়ে একটি রড ও বাঁশ দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন তিনি।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা ডাঃ মেহেরুন্নেসা বলেন, প্রায় আড়াই বছর ধরে টুঙ্গিপাড়ায় রয়েছেন তিনি। প্রতিদিন জানালা খুলে ঘুমালেও আগে কখনো এমন ঘটনা ঘটে নি। চোরেরা মই লাগিয়ে জানালা থেকে হাত ঢুকিয়ে ব্যাগে থাকা নগদ টাকা, অফিসিয়াল ডকুমেন্ট, ডাক্তারের পরিচয় পত্র, পাসপোর্টের ফটোকপি, ভোটার আইডি, বাসা ও আলমারির চাবি চুরি করেছে। সেখানে হাসপাতালের ৬ জন কর্মীর পরিবার থাকলে আর কারো কিছু চুরি হয়নি। সকালে চুরির বিষয়টি বুঝতে পেরে নিচে গিয়ে দেখি একটি রড ও বাঁশ রয়েছে। তারপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। এদিকে হাসপাতালের সিকিউরিটি গার্ড রিজবা কেও সকাল থেকে পাওয়া যাচ্ছে না। ফোনে তাকে বার বার আসার অনুরোধ করলেও নানান অজুহাতে সে আসেনি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিম বলেন, চুরির বিষয়টি চিকিৎসা কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি করেছেন। চোরকে ধরার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply