আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র ‘অবলম্বন’ এ কোরবানির গরু দিলেন কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল।
সোমবার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ অবলম্বনে পুনর্বাসিতদের হাতে গরু তুলে দেন।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল ইসলাম শুভ, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চাকরির পাশাপাশি গরু পেয়ে খুবই খুশি হয়েছেন ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের চাকরিজীবিরা।
ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের মোতালেব মোল্লা ও আকবর মোল্লা বলেন, উপজেলা প্রশাসন অবলম্বন নামের এই প্যাকেজিং ফ্যাক্টারী করে দিয়েছে। এখানে আমাদের মতো ৪৩জন ভিক্ষুককে পুনর্বাসিত করে উপজেলা প্রশাসন গত ১ মে থেকে চাকরি দিয়েছে। আমারা এখানে সপিংব্যাগ, টিস্যুব্যাগ, মিষ্টির প্যাকেট, কাগজের ঠোঙ্গা তৈরী করি। আগে আমরা ভিক্ষা করতাম। এখন আমরা এখানে কাজ করে জীবিকা নির্বাহ করি। প্রতি বছর কোরবানির ঈদের দিনে মাংসের জন্য আমাদের বিভিন্ন লোকের বাড়িতে যেতে হতো। এ বছর কোরবানির দিন আমাদেরকে মাংসের জন্য কারো বাড়ি যেতে হবে না। ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল আমাদেরকে একটি গরু দিয়েছেন। নতুন চাকরির পাশাপাশি পুনর্বাসন কেন্দ্রে গরু পেয়ে আমরা খুব খুশি। ঈদের দিন এই গরু কোরাবানি করে আমরা সবাই উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করবো। ঈদের নামাজে চেয়ারম্যানের জন্য আমরা দোয়া করবো।
ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, এই অবলম্বনে যারা কাজ করছেন তারাও মানুষ। তারাও আমাদের আপনজন। ঈদের দিন আমরা ভালো খাবার খাবো, আর এরা খেতে পারবে না সেটি হতে পারে না। তাই আমি এই পুনর্বাসন কেন্দ্রে একটি গরু কিনে দিয়েছি। এর আগে এদেরকে চাল, চালসহ ঈদের খাদ্যসামগ্রী দিয়েছি। ঈদের দিন তাদের একবেলা ভালো খাবারের ব্যবস্থা করে দিতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র অবলম্বনে গরু দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। তিনি ঈদের আনন্দ সুবিধা বঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। কামরুল ইসলাম বাদলের মতো সমাজের বিত্তশালীরা এভাবেই পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতায় এগিয়ে আসবে। এটাই আমার প্রত্যাশা।
Leave a Reply