গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কঠোর লকডাউনের ২য় ধাপের চতুর্থ দিনে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে । আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দিনে মুকসুদপুরে ১৪ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মুকসুদপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও শপিং মলে কঠোর লকডাউনের বিধিনিষেধ নিশ্চিত করতে নবাগত মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম অভিযান পরিচালনা করেন। লকডাউনের বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় ও বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১৪ জন ব্যবসায়ী ও পথচারীকে ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয় ।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সাহায্য করেন ২ ইষ্ট বেংগল রেজিমেন্টের লেফটেন্যান্ট সাদাফ আবরার রাইয়ানের নেতৃত্বে একটি সেনাদল।
এসময় উপজেলার সদর বড় বাজার সহ বিভিন্ন হাট বাজারের দোকানদার ও পথচারীদেরকে লকডাউন ও স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতনতামুলক প্রচার প্রচারনা করা হয়। ।
এদিকে সরকারের ঘোষিত লকডাউন সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন হাট বাজারের কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকান খোলা রাখার সময় সীমা নির্ধারন করে দিয়েছেন।
Leave a Reply