আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। এ বিষয়ে নীতিমালা তৈরির জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানাগেছে।
অফিস আদেশে জানানো হয়েছে, অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতিদের সাথে উপাচার্যের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনসহ কয়েকটি বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৮ আগস্টের মধ্যে নীতিমালা প্রণয়ন করে উপাচার্যের নিকট জমা দিতে বলা হয়েছে।
কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাহার আলীকে কমিটির সভাপতি এবং আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন – বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. রোকনুজ্জামান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রতিনিধি হিসেবে ফার্মেসী বিভাগের সভাপতি মো. শফিকুল ইসলাম, এসিসিই বিভাগের সভাপতি ড. মো. কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রণক এস এম গোলাম হায়দার এবং সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম।
পরীক্ষার বিষয়ে কমিটির সদস্য সচিব ড. মো. রাজিউর রহমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইন পরীক্ষা গ্রহনের বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
Leave a Reply