আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শেখ (৮০) । গত ৫ দিন ধরে জ্বর, সর্দি ও কাশি সহ করোনার উপসর্গে ভুগছিলেন। পাশাপাশি তার দেহে বার্ধক্যজনিত জটিলতা ছিলো।
পরিবারের সদস্যরা গত মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষা করতে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ১০ মিনিটে মধ্যে তার রিপোর্ট দেয়া হয়। সেখানে তার দেহে করোনা সনাক্ত হয়। এ খবর শুনে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইজিবাইকে বসেই আতংকে প্রাণ হারান বীর মুক্তিযোদ্ধা। সাথে থাকা স্ত্রী ও শ্যালক কান্নায় ভেঙে পড়েন। স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
এমনই তথ্য জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।
ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আলী ইন্তেকালের পর স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান। স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল জানাযা ও দাফন করে।
এর আগে মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএম নাসিমের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।
Leave a Reply