আজকের গোপালগঞ্জ প্রতিবেদক
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৮ লিটার বিদেশী ও ১০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৫ টায় সময় মুকসুদপুর উপজেলার টেংরাখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের সন্তোষ দত্তের ছেলে সঞ্জয় ওরফে আজরা(৪০), গ্রামের গৌতম পালের ছেলে রাজীব পাল (২৫) এবং একই গ্রামের সুনিল পালের ছেলে সুমন পাল(২৫)।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ লাল দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার টেংরা খোলা গ্রাম থেকে তাদেরকে বিদেশি ও চোলাই মদসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply