গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা।
রবিবার তারা জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ দেবাশীষ দাস, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক এসএম আউয়াল হক, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাঃ আব্দুল লতিফ, কৃত্রিম প্রজননের পরিচালক ডাঃ ভবতোষ কান্তি সরকার, এলআরআই পরিচালক ডাঃ নিলুফা বেগম সহ ১২ জন পরিচালক, ১৫ জন প্রকল্প পরিচালক ও ওই অধিদপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
Leave a Reply