গোপালগঞ্জ প্রতিনিধি
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্র্শণ করেছেন।
তিনি সোমবার ( ৮ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়ার পাটগাতী লঞ্চঘাটে নির্মিত বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বঙ্গবন্ধু মেমোরিয়াল বোট ল্যান্ডিং , টুঙ্গিপাড়া স্ট্রিমার ঘাটে নির্মত ঘাটলা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেন। এছাড়া বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শণ কালে এলজিইডির প্রধানর প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান মন্ত্রীকে এসব প্রকল্প বাস্তবায়ন ,অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
এ সময় খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ন ও গণপ‚র্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদ-উল্লা খন্দকার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ সহ এলজিইডির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
Leave a Reply